Airporthelpservicebd

About Us

Trusted Airport Help in Dhaka

Airport Help Service BD হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় যাত্রীদের জন্য নির্ভরযোগ্য Meet & Greet Service এবং Airport Assistance প্রদান করে। আমাদের মূল উদ্দেশ্য হলো যাত্রীদের বিমানবন্দরের ভ্রমণকে সহজ, নিরাপদ ও ঝামেলামুক্ত করা। আমরা সপ্তাহে ৭ দিন ২৪ ঘন্টা যাত্রীদের জন্য রয়েছি।

🛫 আমাদের সার্ভিসসমূহ

1. Departure Service

2. Arrival Service

3. Airport Transfer & Car Service

4. Visa On Arrival Support ( VOA )

6. Air Tickting

7. WiFi Access & Paid Lounge

8. Safekeeping of Valuables

9. Prient Your Documentes

10.Lounge Entry

Meet & Greet at Dhaka Airport:

Airport Help Service BD যাত্রীদের দেয় ফাষ্ট ট্রাকে স্বতন্ত্র যাতায়াত এবং ভি আই পি সুবিধা | আমরা যাত্রীদেরকে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে নিম্নের সেবা দিয়ে থাকি:

1. Departure Service:

বর্হিগমন যাত্রীদেরকে আমরা নির্দ্দিষ্ট গেটে অভ্যর্থনা ও সহায়তা প্রদান। ব্যাগ (মালামাল) সংগ্রহ করে সিকিউরিটি স্ক্যানিং সম্পন্ন করে যাত্রীদেরকে নির্দ্দিষ্ট এয়ারলাইন্স এর নির্দ্দিষ্ট কাউন্টারে নিয়ে চেক-ইন আনুষ্ঠানিকতা ও মালামাল বুকি শেষ করে বর্হিগমন কার্ড পূরণ করে ইমিগ্রেশন গেট পর্যন্ত পৌঁছে দিব। (ভি আই পি দের ক্ষেত্রে ইমিগ্রেশন সহায়তা প্রদান করব)

2. Arrival Service:

ইমিগ্রেশন থেকে অভ্যর্থনা ও সহায়তা প্রদান (ভি আই পি দেরকে বোডিং ব্রিজ) নির্দ্দিষ্ট বেল্ট থেকে আমরা যাত্রীদের মালামালা সংগ্রহ করে কাষ্টমস আনুষ্ঠানিকতা শেষ করে গাড়ী পাকিং/গাড়ী পর্যন্ত পৌঁছে দিব।

3. Airport Transfer & Car Service:

We have International to Domestic OR Domestic to International Transfer Opportunity. আমাদের রয়েছে বিভিন্ন ধরনের গাড়ী সুবিধা। যার মাধ্যমে আমরা যাত্রীদেরকে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে নিরাপদে যাত্রীদের গন্তব্যস্থানে (হোটেল / বাসা) পৌঁছে দেব এবং হোটেল/ বাসা থেকে নিরাপদে বিমান বন্দরে নিয়ে আসবো।

4. Visa On Arrival Support:

বিদেশি যাত্রীদের যদি বাংলাদেশী ভিসা প্রয়োজন হয়। তাহলে আমারা visa on arrival করে, লাগেজ সংগ্রহ করে গাড়ি পর্যন্ত পৌঁছে দিব।

5. Hotel Booking:

আপনি আমাদের কাছ থেকে আপনার চাহিদানুযায়ী দেশের বাহিরে ও ভিতরে যে কোন মানের (৫, ৪, ৩*) হোটেল বুকিং করতে পারেন।

6. Air Tickting:

যে কোন মূহুর্তে আপনি আমাদের কাছ থেকে অভ্যন্তরীণ ও আর্ন্তজাতিক বিমান টিকেট ডিসকাউন্টসহ স্বল্প সময়ে ক্রয় করতে পারেন।

7. WiFi Access & Paid Lounge:

বিমানবন্দরে ভেতরে প্রবেশ করে যদি হাতে পর্যাপ্ত সময় থাকে ও যাত্রীরা চান একটু হালকা খাওয়া দাওয়া ও বিশ্রাম। তাহলে যাত্রীরা আমাদের পেইড লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। যেখানে রয়েছে পরিবার নিয়ে সময় কাটানোর সু ব্যবস্থা ও Free WiFi access।

8.Safekeeping of Valuables:

যাত্রীরা চাইলে যাত্রাপথে তাদের মূল্যবান মালামাল সামগ্রী নির্দ্দিষ্ট সময়ের জন্য Airport Help Service BD Office এ সংরক্ষন করতে পারবেন।

9.Prient Your Documents:

Passenger কোনো documents print করতে চাইলে করতে পারবেন।

10.Lounge Entry:

যাত্রীরা যাত্রাপথে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে চেক-ইন ও ইমিগ্রেশনের সকল আনুষ্ঠানিকতা শেষ করে সুবিশাল বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে (পাঁচা তারকা) আতি স্বল্প খরচে বিশ্রাম নিতে পারেন। লাউঞ্জে আপনার জন্য থাকছে বুফে (Buffet), স্ন্যাকস, চা ও কফি। এছাড়া Wi-Fi এর সুবিধা তো থাকছেই।

👨‍✈️ Our Team:​

আমাদের টিমে রয়েছে দক্ষ ও আন্তরিক ৫০ থেকে ৬০ জন স্টাফ যারা প্রতিদিন শত শত যাত্রীকে Dhaka Airport Assistance Service প্রদান করছে। ভ্রমণের প্রতিটি ধাপে আপনাকে সহায়তা করাই আমাদের প্রতিশ্রুতি।​

🌍 Our Operations:

বর্তমানে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় আমাদের সেবা প্রদান করছি। ভবিষ্যতে বাংলাদেশের অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দরেও আমাদের সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

Trusted Airport Help in Dhaka

🎯 Our Mission & Vision

We believe every journey should be stress-free, comfortable, and secure. Our vision is to be the most trusted Dhaka Airport Meet & Greet Service Provider in Bangladesh.
always standing by passengers with professional assistance.

⭐ Why Choose Airport Help Service BD?

Experienced & trained team

24/7 customer support

Competitive service charges

Reliable & on-time assistance

Passenger safety is our top priority

Dhaka Airport Services | Meet & Greet, Fast Track & Car Service

📞 Contact Us- +8801790754575

” Make your journey smoother and more comfortable—contact us today.”

Scroll to Top